গল্পে গল্পে শিখে নিন কি করে গুগলে একটি ওয়েবসাইট প্রথম পেজে রাঙ্ক করে ? আইটি এক্সপার্ট : কি রুবেল ভাই কেমন আছেন? আজকে আবার কি প্রবলেম এর সম্মুখীন হলেন ভাই? রুবেল ভাইঃ কাল রাতে ঘুমাতে পারি নাই। এই ভেবে যে গুগল আমাকে কেন কত শত ওয়েবসাইট এর মাঝে আমাকে প্রথম পেজে কেন দেখাবে ? আইটি এক্সপার্টঃ যে কোনও সার্চ এর জন্য Google প্রথম পৃষ্ঠায় সে সব ওয়েবসাইট দেখায় যেগুলোকে তার কাছে সবচেয়ে প্রাসঙ্গিক এবং দরকারী বলে মনে করে ভিজিটর বা ট্রাফিক এর জন্য । রুবেলঃ ভাই প্রাসঙ্গিক(Relevant) ওয়েবসাইট কি ভাই ? আইটি এক্সপার্টঃ প্রাসঙ্গিক(Relevant) ওয়েবসাইট বলতে বুঝায় এমন যে আপনি লিখলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর রচয়িতার নাম লিখে সার্চ করলেন কিন্তু আসলো নজরুল সঙ্গীত এর রচয়িতার নাম এর ওয়েবসাইট এইযে উল্টাপাল্টা ফলাফল দেখাল সেই টা হচ্ছে অপ্রসাঙ্গিক কিন্তু যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর রচয়িতার নাম লিখে সার্চ করলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর নাম আসে তবে সেইটা প্রসঙ্গিক ।এইভাবেও বলা যেতে পারে আপনি মাইকিং করলেন এলাকা জুড়ে আজকে বিকাল ৫ টায় গঞ্জের মাঠে বিশাল একটা হাতি দেখানো হবে তারপর লোকজন এসে দেখল আপন...
আমি শিখতে চাই, শেখার জন্য, জানার জন্য মানুষকে আমার জীবনের স্বপ্নের কথা বলি, আমি উত্তর দিতে চেষ্টা করবো: যে প্রশ্ন: আপনার জন্য