যেসব মার্কেটপ্লেস হতে পারে আপওয়ার্কের পরিপূরক …
ফ্রিলেন্স জবের সব চেয়ে বড় ২টি সাইট ইলেন্স এবং ওডেক্স ২০১৩ সালের ডিসেম্বরে মারজ হওয়ার সিন্ধান্ত নেয়। যদিও ইলেন্স এবং ওডেক্সে সম্পূর্ণ ভিন্ন রকমের ফ্রিলেন্সাররা কাজ করত। ওডেক্সে বেশিরভাগ এশিয়ানরা কাজ করত এবং ইলেন্সে কাজ করত ডেভলপ্ট দেশের ফ্রিলেন্সাররা লাইক ইউএস, ইউকে, আস্টেলিয়া।
ইলেন্স এবং ওডেক্স এক হয়ে আপওয়ার্ক নামে নতুন একটি মার্কেটপ্লেস হয়ে আমাদের সামনে আসে। যদিও সব ফাংশন প্রায় একই। কিন্তু আপওয়ার্ক হওয়ার পরেই সব সমস্যা শুরু হয়। প্রোফাইল ধরে রাখা এবং একই পরিমাণ কাজ করে আর আগের মত ইনকাম করা সম্ভব হচ্ছেনা। আপওয়ার্ক ফি, পলিসি, প্রো সার্ভিস সবকিছুই ইলেন্স এবং ওডেক্স থেকে ভিন্ন। কিন্তু আমরা আপওয়ার্কের সাথে এতই পরিচিত হয়ে গেছি যে অন্য মার্কেটপ্লেসে কাজ করার কথা সহজে মাথায় আনি না। অথবা চেষ্টা করিনা জানার।
আপওয়ার্ক ছাড়াও আমরা যেসব মার্কেটপ্লেসে চাইলেই কাজ খুঁজতে পারি। …
Blogmutt: যারা কনটেন্ট রাইটিং করেন। চেক করে দেখতে পারেন এই সাইটটি। রাইটিং রিলেটেড ক্লাইন্টের সাথে আপনাকে কানেক্ট করিয়ে দিবে Blogmutt.
Branded: চেক করতে পারেন Branded. এখানে তৈরি করে দেখতে পারেন আপনার প্রোফাইল। রিসার্চ অনুযায়ী এই সাইটে পছন্দের ক্লাইন্ট ভাল রেটে পাওয়া সহজ।
Clearvoice: কনটেন্ট মার্কেটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রাইটিং জবের জন্যে Clearvoice.
CloudPeeps: এই মার্কেটপ্লেসে খুব বেশী কাজ পাওয়া যাবেনা তবে সব ধরনের কাজ এখানে পাওয়া যেতে পারে।
Codeable: ডেভলপারদের জন্যে মার্কেটপ্লেস Codeable. এখানে পেতে পারেন আপনার পছন্দের রেটে কাজ।
CodeMill: এই মার্কেটপ্লেসে কোন ইন্টারভিউ দিতে হবে না। শুধু মাত্র টাস্ক সঠিক ভাবে সাবমিট করতে পারলেই পেমেন্ট পাওয়া যাবে।
CodersTrust: এটা কোন ফ্রিলেন্স মার্কেটপ্লেস না। এখানে প্রধানত ফ্রিলেন্সারদের এডুকেট করা হয়। শিখানো হয় কিভাবে একজন রকস্টার ফ্রিলেন্সার হওয়া যায়। এছাড়াও এখানে কোডিং শেখানো হয়।
CreativeFuse: এই মার্কেটপ্লেসটি ইউকে বেইস্ড। এখানে ফুলটাইম এবং পারটাইম দুই ধরনের জবই পাওয়া যায়।
Crew: ট্রাই করতে পারেন crew অ্যাপ্স, ওয়েব ডিজাইন, লোগো ডিজাইনের জন্যে।
ECP24: ইঞ্জিনিয়ারদের জন্যে মার্কেটপ্লেসটি ECP24.
Expert360: কনসালটেন্ট জবের জন্যে ট্রাই করতে পারেন Expert360.
GetCraft: কনটেন্ট মার্কেটিং জবের জন্যে GetCraft.
GoLance: এই মার্কেটপ্লেসে সব ধরনের কাজ পাওয়া যাবে। মোটামুটি ওডেক্সের মত।
GrowthGeeks: ডিজিটাল মার্কেটিং এক্সপার্টদের জন্যে এই মার্কেটপ্লেস।
PowertoFly: একটু ভিন্ন রকম শুধু মাত্র মহিলা ডেভলপারদের জন্যে Power to Fly।
এছাড়াও আরোকিছু মারকেটপ্লেসের নাম জানিয়ে রাখছি। হয়ত এখানেই কোথাও আমরা পেয়ে যেতে পারি মনের মত জব। …
HubstaffTalent
jiDesk
jobrack
Kkooee
LinkedIn Provider
Outsource
PeoplePerHour
Ribit
Sidekicker
Speedlancer
Toptal
Torchlite
Truelancer
Virtual Vocations
We Work Remotely
Workhoppers
Workwithanyone.com
YouTeam
আপওয়ার্কের বাইরে এইসব মার্কেটপ্লেস গুলি হতে পারে আমাদের কর্ম ক্ষেত্র।
Hello everyone..Welcome to my free masterclass strategy where i teach experience and inexperience traders the secret behind a successful trade.And how to be profitable in trading I will also teach you how to make a profit of $12,000 USD weekly and how to get back all your lost funds feel free to email me on( brucedavid004@gmail.com ) or whataspp number is +22999290178
ReplyDelete