এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি ??
আমরা সবাই সার্চ ইন্জিন এর সাথে মোটামুটি পরিচিত। Google, Yahoo, Ask ইত্যাদি হচ্ছে সার্চ ইঞ্জিন। এর মধ্যে গুগল সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন।এখানে আপনি কোন বিষয় জানার জন্য সার্চ করলে সে অনুযায়ী সবচেয়ে ভাল তথ্যবহুল যে সাইট টি আছে আপনাকে সেটা দেখাবে। যেখানে ভিজিট করলে আপনি আপনার কাঙ্খিত তথ্য গুলো পাবেন। এভাবে আপনি আপনার সাইটটি যেভাবে গুগলের টপে নিয়ে আসবেন এটাই এস ই ও এর কাজ।
অর্থাৎ গুগল বা যে কোন সার্চ ইন্জিন এ আপনি যেভাবে করে নিজের সাইটকে সবার উপরে প্রথম পেজ এ আনবেন এই কাজটাকেই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ।
কেন শিখবেন এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ??
অনলাইন মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যা কিনা সার্চ ইঞ্জিন (গুগল, বিং, ইয়াহু, ইত্যাদি) থেকে ভিজিটর আনতে সাহায্য করে। যখন মানুষ সার্চ ইঞ্জিনে কোন কি-ওয়ার্ড দ্বারা সার্চ করবে, আর সেখানে যদি আপনার সাইটটি র্যাঙ্কে থাকে তখন আপনার পজিশন কি হয় দেখেন:
আর এটা যদি আপনার সাইট হয় তাহলে আপনার কেমন হবে বুঝতেই পারছেন? কারন আপনি নিজের থেকে একটা জিনিস ভাবুন আপনি যদি কোন বিষয় জানার জন্য সার্চ করেন তখন সার্চ রেজাল্ট এর সাইট গুলোর কোন সাইট টাতে আপনি ক্লিক করেন? প্রথম টাতে নাকি পরের গুলোতে? এভাবে সব ধরনের বিষয়ের ক্ষেত্রে একই রকম।
আর মানুষ এই কারনে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে চায়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানা থাকলে সার্চ ইঞ্জিন থেকে ফ্রী ভিজিটর যে রকম আনা যায়, সেরকম গুগলকে প্রতি মাসে হাজারের উপর ডলার দেওয়া থেকে বেচে যাওয়া যায়। এটা আরেকটু পরিস্কার করি যেমন আপনি যখন গুগলে কোন বিষয় লিখে সার্চ দেন দেখবেন প্রথম কিছু পেইড এড শো করে। এই কী ওয়ার্ডে সার্চ দিলে এই সাইট টি প্রথমে শো করার জন্য গুগল কে পেইড করতে হয়েছে। আর এ জন্য এক কথায় বলা যায় যে, কোন ইনভেস্টমেন্ট ছাড়াই ইনকাম করতে হলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাকে শিখতেই হবে।
হয়ত আপনি ভাবতে পারেন তাহলে আমার সাইট টা তো টপে থাকলো না । হুম এটা যেমন ঠিক তেমনি ওর পেমেন্ট এর কথা ভাবুন তার সাইট গুগল এর টপে রাখার জন্য তাকে প্রতি ক্লিক এ গুগল কে ১ ডলার করে পে করতে হচ্ছে। আর এক্ষেত্রে আপনি পাচ্ছেন পুরো ফ্রিতে।
আরেক টা জিনিস মাথায় রাখবেন পেইড এড গুলো সবাই পছন্দ করে না। আপনি নিজের থেকে চিন্তা করেন আপনি যদি কোন সাইটে ভিজিট করেন সেখানে যদি কোন এড দেখায় তাহলে আপনি কি এড ক্লিক করেন নাকি সেটা স্কিপ করে যান। এরকম ই সবাই এড এর সাইট গুলোতে ক্লিক করে না। আর সার্চ ইন্জিন র্যাংক হিসেব করে এড দেয়া সাইট এর পরের সাইট গুলো।
এ জন্য এস ই ও এর চাহিদা কখনই কমবে না । প্রতিনিয়ত বাড়তেই থাকবে।
একদিকে এস ই ও এর মাধ্যমে আপনি আউটসোর্সিং করতে পারবেন। আপনার জন্য অনেক কাজ অপেক্ষা করছে। আবার যদি আপনি চিন্তা করেন আউটসোর্সিং করব না নিজের বিজনেস নিজে ডেভলপ করব আপনি সেটাও পারবেন।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখেন তবে আপনার জন্য যে কোন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন অনলাইন আয়ের জগতে। একটা প্রোডাক্ট তৈরি করা থেকে একটা প্রোডাক্ট মার্কেট পাওয়া অনেক কষ্ট। আর আপনি যখন সেই কঠিন কাজটা নিজের আওতায় অন্তর্ভুক্ত করতে পারবেন তখনি আপনি অনলাইন আয়ের জগতে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন।
আর বর্তমানে ইকমার্স ব্যাবসা, যে কোন ধরণের বিজনেস ডেভলপ করা সব কিছুই প্রযুক্তির সাহায্যে হচ্ছে। আর সব কিছুই আপনি সম্ভব করতে পারবেন এস ই ও দ্বারা।
আরেক টু দেখে নিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাকে কি কি বিষয়ে সাহায্য করবে ??
1. আপনার সাইটের ভিজিটর বৃদ্ধির ক্ষেত্রে।
2. ROI বা আপনার বিনিয়োগ ফিরে পাবেন (ROI=Return on Investment)
3. অতিরিক্ত পরিমাণ বিনিয়োগ বাঁচাতে পারবেন।
4. খুব কম বিনিয়োগে নিজের কোম্পানি বা ব্র্যান্ড কে প্রচার করাতে পারবেন
এস ই ও শিখতে আপনাকে কি কি বিষয় শিখতে হবে ?
Basic concepts of a website promotion
Discussion on White Hat, Grey Hat and Black Hat SEO
Keywords
Back Links
Anchor Text
Page Rank
Website Age
Understanding Authority
Ranking Factors
Introduction to Keyword Research
Keyword Tools
Finalization of Keywords
Domain Selection & SEO Friendly Website Structure
Single Page Optimize
Robots.txt and Sitemap.xml
Important on site factors
Google Webmaster Tools & Analytics
Link Strategy & Monitoring
Reporting, Portfolio building & Auditing
Discussion on White Hat, Grey Hat and Black Hat SEO
Keywords
Back Links
Anchor Text
Page Rank
Website Age
Understanding Authority
Ranking Factors
Introduction to Keyword Research
Keyword Tools
Finalization of Keywords
Domain Selection & SEO Friendly Website Structure
Single Page Optimize
Robots.txt and Sitemap.xml
Important on site factors
Google Webmaster Tools & Analytics
Link Strategy & Monitoring
Reporting, Portfolio building & Auditing
Hello everyone..Welcome to my free masterclass strategy where i teach experience and inexperience traders the secret behind a successful trade.And how to be profitable in trading I will also teach you how to make a profit of $12,000 USD weekly and how to get back all your lost funds feel free to email me on( brucedavid004@gmail.com ) or whataspp number is +22999290178
ReplyDeleteআপনার ব্লগে আমি গেস্ট পোস্ট করতে চাই। bloggingnseo@gmail.con ইনভাইটেশন পাঠান, ইউনিক আর্টিকেল লিখবো
ReplyDeleteআপনার লেখাটি তথ্যসমৃদ্ধ পড়ে খুব ভালো লাগলো সমৃদ্ধ হলাম ধন্যবাদ
ReplyDeleteBengalicity
আপনার লেখাটি তথ্যসমৃদ্ধ পড়ে খুব ভালো লাগলো সমৃদ্ধ হলাম ধন্যবাদ
ReplyDeleteBengalicity