এন্ড্রয়েড, আইওএস, ম্যাক অথবা উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্লাটফর্মে সকল নব্য ডেভেলপাররা তাদের কর্মদক্ষতায় শান দিতে ব্যবহার করছেন বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইটের অসংখ্য টিউটোরিয়াল। আর বিশ্বের এক নম্বর ভিডিও সার্চ ইঞ্জিন ইউটিউবেও অসংখ্য চ্যানেলে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর অগণিত ভিডিও টিউটোরিয়াল প্রদান করে থাকে। তবে হাতেগোনা অল্প কিছু চ্যানেলেই আপনি আপনার প্রয়োজনীয় সকল টিউটোরিয়াল খুঁজে পাবেন চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য এবছরের সেরা কিছু ইউটিউব চ্যানেলের কথা। ১. লার্ন কোড ডট একাডেমি ( LearnCode.academy) প্রায় পঞ্চাশ লাখের উপর সাবস্ক্রাইবার সংবলিত এই চ্যানেলটিতে রয়েছে দশ হাজারের উপরে টিউটোরিয়াল। যেগুলো নব্য ওয়েব ডেভেলপার থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রির এক্সপার্টদের রিসোর্স হিসাবে কাজ করে। বেসিক এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট থেকে শুরু হয়ে এডভান্স সার্ভারিং এডমিনিস্ট্রেশন এবং ডিপ্লয়েডমেন্ট স্ট্রাটেজির উপর টিউটোরিয়াল আপনি এখানে পাবেন। লার্ন কোড একাডেমি চ্যানেলের সবচেয়ে আ...
আমি শিখতে চাই, শেখার জন্য, জানার জন্য মানুষকে আমার জীবনের স্বপ্নের কথা বলি, আমি উত্তর দিতে চেষ্টা করবো: যে প্রশ্ন: আপনার জন্য